আগামী ২৫ সেপ্টেম্বর গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় সভা
গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে শৃঙ্খলা ও নিরাপত্তা কমিটির উদ্যোগে এ সমন্বয় সভার আয়োজন করা হয়। গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে সভায় কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, প্রধান নির্বাচন কমিশনারসহ সকল নির্বাচন কমিশনার, শৃঙ্খলা ও নিরাপত্তা কমিটির সকল সদস্য, পুলিশ, জাতীয় গোয়েন্দা সংস্থা ও আনসারসহ নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখার উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুরো ক্যাম্পাসে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন, শিক্ষার্থীদের বাধ্যতামূলক পরিচয় পত্র প্রদর্শন, ভোট গ্রহণ ও গণনায় সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণের ব্যবস্থাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার চতুর্থবারের মধ্যে গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Other Posts
-
(4)
-
(3)
-
(7)
-
(10)
-
(92)
-
(10)
-
(31)
-
(1)
-
(22)
-
(14)
-
(5)
General Notice
Sep 29
2025
Sep 25
2025
