গণ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফিউশন ফেস্ট অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফিউশন ফেস্ট অনুষ্ঠিত

views August 31, 2025

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফিউশন ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট, ২০২৫ রবিবার ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ জহিরুল ইসলাম খান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম ও রেজিস্ট্রার মোঃ ওহিদ্জ্জুামান।

অনুষ্ঠানের শুরুত্বে বিভাগের শিক্ষার্থীদের তৈরি মসকেটো কিলার, সান ট্র্যাকিং সোলার হোম অটোমেশন এন্ড স্মার্ট সিকিউরিটি সিস্টেম এন্ড ইউজিং মাইক্রো কন্ট্রোলার, অটোমেটিক টাচলেস ওয়াটার টেপসহ মোট ৯টি ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের প্রদর্শনী করা হয়। এসময় প্রজেক্ট বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তরা বলেন, প্রকৌশলিক উদ্ভাবনীর চমক দেখানোর উপযুক্ত জায়গা হলো ইইই। বিদ্যুৎ, গ্যাস, নিউকিøয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে টেলিকমিউনিকেশন, কম্পিউটার ফার্মসহ নানা ক্ষেত্রেই দক্ষ তড়িৎ প্রকৌশলীর কদর সর্বেসর্বা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক বিভাগের বিভাগীয় প্রধান ছামছি আরা। সবশেষে শিক্ষাথীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

General Notice