গণ বিশ্ববিদ্যালয়ের ১৯তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
সাভার গণ বিশ্ববিদ্যালয়ের ১৯তম সিন্ডিকেট সভা ২২ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ (বুধবার) বিশ^বিদ্যালয়ের উপাচার্য সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন সভায় সভাপতিত্ব করেন।
সভায় গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. দিলারা চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. এম. শামসুল আলম, গণ বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক নীলুফার সুলতানা, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিলয় কুমার দে এবং রেজিস্ট্রার মোঃ ওহিদ্জ্জুামান উপস্থিত ছিলেন। সিন্ডিকেট সভায় অনলাইনে অংশ নেন গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ-এর যুগ্মসচিব জনাব আহমেদ শিবলী।
সভায় ১৮তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী, ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট পর্যালোচনা ও ট্রাস্টি বোর্ডে অনুমোদনের জন্য সুপারিশ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ, নতুন শিক্ষক নিয়োগের অনুমোদনসহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
ক্যাপশন: গণ বিশ্ববিদ্যালয়ের ১৯তম সিন্ডিকেট সভায় উপস্থিত সভাপতিসহ অন্যান্য সদস্যবৃন্দ।
