গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

views September 7, 2025

সাভারে গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা (ছাত্র ও ছাত্রী)-২০২৫ এর ছেলেদের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা বিভাগ। ০৭ সেপ্টেম্বর, ২০২৫ (রবিবার) সকালে অনুষ্ঠিত খেলায় ইংরেজি বিভাগকে ২-১ গোলে হারিয়ে বিজয়ী হয় তারা। খেলার প্রথমার্ধে উভয় দলই ১-১ গোল করে সমতা আনে। খেলার এক মিনিট বাকী থাকতে আরো একটি গোল করে দলের জয় নিশ্চিত করে বাংলা বিভাগ। দুপুরে ইংরেজী ও সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রীদের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ ১-০ গোলে ইংরেজী বিভাগকে পরাজিত করে বিজয়ী হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন। গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার মোঃ ওহিদ্্ুজ্জামানসহ বিভিন্ন অনুষদের ডীন, খেলা কমিটির সভাপতিসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন। ছাত্রদের খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাংলা বিভাগের শিক্ষার্থী চংলক এবং মেয়েদের খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মার্জিয়া আক্তার। ২৪ আগস্ট, ২০২৫ রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়। এ বারের ফুটবল প্রতিযোগিতায় ছেলেদের ফুটবলে ১৭টি দল এবং মেয়েদের ফুটবলে ১৪টি দল অংশগ্রহণ করে।

General Notice