গণ বিশ্ববিদ্যালয়ে চতুর্থ ছাত্র সংসদ নির্বাচন ভিপি ইয়াছিন আল মৃদুল দেওয়ান জিএস মো: রায়হান খান
গণ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি (সহ-সভাপতি) নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াছিন আল মৃদুল দেওয়ান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজিব হোসেনের চেয়ে ৩৪ ভোট বেশি পেয়ে জয়ী হন তিনি। সাধারণ সম্পাদক পদে ৩১১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের ছাত্র মো: রায়হান খান। এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে সামিউল হাসান শোভন, কোষাধ্যক্ষ পদে খন্দকার আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক পদে ফয়সাল আহমেদ, সহ-ক্রীড়া সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোহান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো: মারুফ এবং সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে লীশা চাকমা জয়ী হয়েছেন।
আনন্দঘন পরিবেশে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে ৩টা পর্যন্ত একযোগে ১৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হয়। ছেলে ভোটারদের পাশাপাশি মেয়ে ভোটাররাও সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে ভোট দেন। এসময় তাদের মধ্যে বিপুল উৎসাহ দেখা যায়। প্রতিটি ভোট কেন্দ্রে ১জন প্রিজাইডিং অফিসার ও ৪জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেন। ভোট গণনা শেষে রাত ১২টার পর প্রধান নির্বাচন কমিশনার মোঃ রফিকুল আলম বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
এবারের ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি পদে ৯জন, সাধারণ সম্পাদক পদে ৪জন সহ মোট ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দিতা করেছেন ৬৩জন প্রার্থী। ভোটার সংখ্যা ছিল ৪৭৬১ জন। নির্বাচিত এ ছাত্র সংসদের মেয়াদ হবে ২ বছর। বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম এবং একমাত্র গণ বিশ্ববিদ্যালয়ে রয়েছে ছাত্র সংসদ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম গতিশীল করা, অরাজনৈতিক ছাত্র নেতৃত্ব সৃষ্টি করার লক্ষ্যে গণ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী ছাত্র সংসদ ব্যবস্থা প্রণয়ন করেন। বিগত ২০১৩, ২০১৫ ও ২০১৮ সালে যথাক্রমে গণ বিশ্ববিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
